Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যেমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প
বিস্তারিত

গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার

মহিলা ও শিশু  বিষয়ক মন্ত্রনালয়

তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প,

জাতীয় মহিলা সংস্থা,

ভৈরব, কিশোরগঞ্জ।

ছবি
label.column.field_office_cism

১।  চাকরীর তথ্য জানার সুযোগ।

২।  চাকরীর পত্রিকা পড়ার সুযোগ।

৩।  কৃষি বিষয়ক তথ্য জানার সুযোগ।

৪।  ফ্রিতে স্বাস্থ্য তথ্য দেয়া হয়।

৫।  ফ্রি ই- মেইল একাউন্ট খোলা হয়।

৬।  ফ্রি ফেইসবুক একাউন্ট খোলা হয়।

৭।  ফ্রি ই- মেইল করা হয়(সীমিত পরিমান)

৮।  ফ্রিতে স্কাইপিতে কথা বলার সুযোগ দেয়া হয়।

৯। অনলাইনে প্রকাশিত পরিক্ষার রেজাল্ট দেয়া হয়।

১০। ফ্রিতে স্ক্যান করা হয় (সীমিত পরিমান)।

১১।  ফ্রিতে কম্পোজ করা হয়। (সীমিত পরিমান) ।

১২। অনলাইনে প্রকাশিত পরীক্ষার রুটিন দেয়া হয়। যেমনঃ জে .এস .সি ,এস.এস . সি

 

 

# এছাড়া এরো বিভিন্ন ধরনের সাস্থ্য সেবা ফ্রিতে প্রদান করা হয়।

১৩।  ওজন (ওয়েট) মাপা হয় ।

১৪।   রক্তের হিমোগ্লোবিন মাপা হয়।

১৫।  ডায়বেটিস  পরীক্ষার করা হয়।

১৫।  শরীলের তাপমাত্রা (জ্বর) মাপা হয়।

১৬।  এখানে প্রেশার মাপা হয়।

সিটিজেন চার্টার

১।উপশহর ও গ্রামীণ অঞ্চলের সুবিধা বঞ্চিত নারীগোষ্ঠী, বিশেষ করে যারা কিছুটা দক্ষতাসম্পন্ন এবং যাদের মধ্যে  উদ্যোগী মনোভাব বিদ্যমান তারাই হবে তথ্য ভাণ্ডারের প্রদান সেবাগ্রহিতা । তবে সাধারণ ভাবে তথ্য ভাণ্ডারের সেবা সকল নারীর জন্যই প্রযোজ্য। তথ্য কেন্দ্রের সেবাগ্রহিতার মধ্যে আরো থাকবেন শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারণ  এবং  বিভিন্ন ক্ষেএের বিশেষজ্ঞ নিবিশেশে সকল শ্রেণী ও পেশার মানুষ

২।তথ্য কেন্দেরের ক্ষেএের সেবাগ্রহিতা হবে সেই সকল মহিলা যারা তথ্য  কেন্দ্রের আশেপাশের এলাকাতেই অবস্থান করেন এবং ইন্টারনেট সবিধা বঞ্চিত। তথ্য সহকারী , জুনিয়র তথ্য সহকারীর মাধ্যমে নারী ও শিশু  বিষয়ক জে কোন তথ্য প্রাপ্তির ক্ষেএে সুবিধা বঞ্চিত নারীগোষ্ঠি তথ্য কেন্দেরর শবিধা গ্রহন করতে পারবেন ।

৩।তথ্য প্রযুক্তি নির্ভর তথ্য সেবা বিতরন এবং গ্রামীণ মহিলা জনগোষ্ঠি কর্তিক সেই সেবা গ্রহণে সচেনতা বৃদ্বি  এবং উদ্বুদ্বকরণ আলোচ্য প্রকল্পের অন্যতম কার্যক্রম । দশটি উপজেলায় গ্রামীণ জনপদের এক লক্ষ মহিলাকে এই সচেতনতা ব্রিধি কারক্রমের আওতায় আনা হবে ।

৪।তথ্য কেন্দের মাধ্যমে তথ্য সেবা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ প্রদানের কর্মসূচী ও  প্রকল্পের অন্নতম লক্ষ্য । জীবিকা অর্জনের ক্ষেএে উৎকষতা সাধনে প্রশিক্ষণের পাশাপাশি মৌলিক তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রধান করা হবে । এ সকল প্রশিক্ষনের  জন্য  প্রশিক্ষনাথী হিসাবে নির্বাচন করা হবে গ্রামীণ এলাকার   মহিলাকে।

প্রকল্পের আওতায় কেন্দ্রীয়  কল  সেন্টার প্রতিষ্ঠা  করার পর দেশের সকল অঞ্চলের প্রতেক নারী এই সেন্টারের মাধ্যমে তথ্য সেবাগ্রহণ করতে পারবেন।

সাধারণ তথ্য

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ধীনজাতীয় মহিলা সংস্থা পরিচালিত “তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প”উক্ত প্রকল্পের কর্ম সুচীর মাধ্য্যমে ভৈরব উপজেলার সেবা গ্রহীতাদের তিনটি ধাপে  ডিজিটাল  ইকুপমেন্ট ধারা তথ্য কেন্দ্রের মাধ্য্যমে আমরা সেবা প্রদান করে  আসছি ।

নিম্নে ৩টি ধাপ প্রদত্ত হলঃ

১। তথ্য কেন্দ্রের মাধ্যমে । 

২। উঠান  বৈঠকের মাধ্যমে ।

৩। ডোর টু ডোরের মাধ্যমে ।

তথ্য  কেন্দ্রে মাধ্যমে..৫৭৫. জনকে  সেবা দিয়েছি  ।  

উঠান বৈঠকের মাধ্যমে এযাবৎ ...১০৪৫ জনকে দিয়েছি।

ডোর টু ডোর  সার্ভিসের মাধ্যমে  ৮৯৬৩ জনকে সেবা দিয়েছি।

 আমাদের প্রকল্পের ডিজিটাল সেবা সমুহ হচ্ছেঃ

                                                                                   ০১।   কৃষি

                                                                                    ০২।  স্বাস্থ্য                      

                                                                                    ০৩।  শিক্ষা

                                                                                    ০৪।  আইনি সহায়তা

                                                                                     ০৫।  চাকুরির তথ্য

উক্ত ৫টি সেবা দ্বারা আমরা ভৈরব উপজেলায় ৯৭১৬ জন সেবা গ্রহীতাদের সেবা দিয়েছি।

যোগাযোগ

যোগাযোগের ঠিকানাঃ

ভৈরব তথ্য কেন্দ্র

ভৈরব  উপজেলা কমপ্লেক্স ,

জতীয় মহিলা সংস্থা,

তথ্য আপাঃ প্রকল্প,

ভৈরব, কিশোরগঞ্জ।

মোবাইল নং    ০১৭৭৭০৩১৬৫৩

ফোনঃ   ০২৯৪৭১৫১১

E-MAIL :totthoapa_vairab@yahoo.com